ABP Ananda Live: ফুটবল খেলার মতো বিরোধীদের পায়ে মারতে হবে। বিধানসভা ভোটের সময় রেফারি থাকে না, ভয় নেই। মালদার হরিশ্চন্দ্রপুরে ফুটবল টুর্নামেন্টে আইসিকে পাশএ বসিয়ে হুমকি তৃণমূল নেতার। ভোটের সময় পুলিশ রেফারি না হলে মানুষ বুঝে নেবে, পাল্টা তৃণমূলকে তোপ বিরোধীদের। শুরু হয়েছে তরজা।
অমানবিক ! হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !
অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই ‘শাস্তি’-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ।