NOW READING:
‘কেউ যদি সম্মান দিতে না চায় তাহলে কিছু করার নেই’, কাকে হুঁশিয়ারি কাজলের?
February 7, 2025

‘কেউ যদি সম্মান দিতে না চায় তাহলে কিছু করার নেই’, কাকে হুঁশিয়ারি কাজলের?

‘কেউ যদি সম্মান দিতে না চায় তাহলে কিছু করার নেই’, কাকে হুঁশিয়ারি কাজলের?
Listen to this article


Birbhum News: ইটের জবাবে পাটকেল খেতে হবে। সবাইকে বলব সংযত থাকতে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মুখে শোনা গেল হুঁশিয়ারি। সম্প্রতি পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্টে অবনমন হয়েছে বীরভূম জেলা পরিষদের। যা নিয়ে মুখ খুলেছিলেন অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা। এই আবহে কার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন কাজল শেখ? তুঙ্গে জল্পনা। 

হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের, সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট

 

 কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার।  আর জি কর কাণ্ডে় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের দায়ের করা মামলা গ্রহণ করল না হাইকোর্ট। বিচারপতি সাফ জানালেন, এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থার অর্থাৎ সিবিআইয়ের। 

হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে মামলা করে রাজ্য ও সিবিআই উভয়ই, তবে আলাদা আলাদা ভাবে। সেই বিষয়েই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার  রাজ্যের নেই। তবে মান্যতা পেল সিবিআইয়ের আবেদন।



Source link