NOW READING:
‘যত হেনস্থা করবে, তত তিনি গর্জে উঠবেন’,মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে পোস্ট তৃণমূলের
March 28, 2025

‘যত হেনস্থা করবে, তত তিনি গর্জে উঠবেন’,মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে পোস্ট তৃণমূলের

‘যত হেনস্থা করবে, তত তিনি গর্জে উঠবেন’,মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে পোস্ট তৃণমূলের
Listen to this article



<p>ABP Ananda Live: চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায়। যত হেনস্থা করবে, তত তিনি গর্জে উঠবেন। কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে পোস্ট তৃণমূলের। &nbsp;</p>
<p>অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেওয়ার মাঝেই দর্শকাসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন টাটা, কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর, রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা। কেউই যায়নি। সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকে অনেকেই মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাবাদী’ বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মিথ্যা বলি না’।&nbsp;</p>
<p>বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়েই প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসিমুখে মমতা বলেন, ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন। আমি খুব খুশি। আপনাদের ভাল মিষ্টি খাওয়াবো। দর্শকাসন থেকে একসঙ্গে অনেকে কথা বলতে শুরু করায় মুখ্যমন্ত্রী এও বলেন, আমি শুনতে পাচ্ছি না। আরও জোড়ে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন। এটা গণতন্ত্র। আপনারা বলতে পারেন। আমি কিছু মনে করব না। মন দিয়ে শুনব।&nbsp;</p>



Source link