NOW READING:
এটা দলের নীতি নয়, ববির মন্তব্যের সমালোচনায় বার্তা তৃণমূলের
December 16, 2024

এটা দলের নীতি নয়, ববির মন্তব্যের সমালোচনায় বার্তা তৃণমূলের

এটা দলের নীতি নয়, ববির মন্তব্যের সমালোচনায় বার্তা তৃণমূলের
Listen to this article


ABP Ananda LIVE : সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।

ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই, সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই জোটের রাশ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন শরদ পাওয়ার, অখিলেশ যাদব, লালুপ্রসাদ যাদব। ‘ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ই সিনিয়রমোস্ট’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘মমতা বন্দ্যোপাধ্যায় ৭ বারের সাংসদ, ৪ বার কেন্দ্রের মন্ত্রী ছিলেন’। ‘আঞ্চলিক দলগুলিকে ছোট করে দেখা উচিত নয়’। ‘এই ভুল বিজেপি করে, কংগ্রেস করে’, আক্রমণ ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের। 

 

 



Source link