<p>ABP Ananda Live: তৃণমূলের অন্দরে এবার সাংসদ-সংঘাত। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দলেরই তিন সাংসদ। তৃণমূল সাংসদদের মধ্যে কোন্দল চলছে বলে বিজেপি-র আইটি সেলে প্রধান অমিত মালবীয় সোশ্য়াল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করেছিলেন। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন বলে দাবি করে কিছু স্ক্রিনশটও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই আবহেই সাংবাদিক বৈঠক করে সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ। ‘তৃণমূলের অভ্যন্তরীণ রূপ প্রকাশ্যে এনে দিলেন’, কল্যাণ প্রসঙ্গে খোঁচা শমীকের।</p>
<p> </p>
<p><strong>SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিলের পর এবার প্রাথমিকে সিঁদুরে মেঘ! </strong></p>
<p> </p>
<p>SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিলের পর এবার প্রাথমিকে সিঁদুরে মেঘ!<br />প্রশ্ন উঠতে শুরু করেছে যে, প্রাথমিক শিক্ষক নিয়োগে ৩২ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল তার কী হবে? প্রাথমিক শিক্ষা পর্ষদের করা চ্যালেঞ্জ মামলায় কী নির্দেশ দেবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ? এখন সেদিকেই তাকিয়ে সকলে। আগেই এই মামলা চার্জশিট দিয়েছে সিবিআই ও ইডি। </p>
Source link
‘আমার ভুল হয়ে থাকলে দিদি বলুন, ইস্তফা দিয়ে চলে যাব’, বিস্ফোরক কল্যাণ
