<p>ABP Ananda Live: খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে তৃণমূলেরই বিধায়ক! ‘যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও একই করতাম’। সবাই এই সাহস দেখায় না, দিলীপের পাশে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার হুমায়ুনের। দিলীপকে তৃণমূলের বিক্ষোভেরও বিরোধিতা খোদ তৃণমূল বিধায়কের । ‘চক্রান্ত করে দিলীপ ঘোষকে কোণঠাসা করেছেন শুভেন্দু অধিকারীরা’। ‘অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে দিলীপ ঘোষকে, কী করে ধৈর্য্য ধরবেন?’ ‘আমাকে ঢিল ছুঁড়লে আমি কি বাড়িতে রসগোল্লা পাঠাব?’ ‘সাংসদ তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন, বাধা দেবে কেন?’ বিজেপি নেতার পাশে দাঁড়িয়ে দলীয় কর্মীদেরই ভূমিকায় প্রশ্ন ভরতপুরের বিধায়কের।</p>
<p> </p>
<p><strong>হাওড়ায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়</strong></p>
<p> </p>
<div id="67e26a02d025af6785554a62" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>হাওড়ায় শুভেন্দুকে হেনস্থার অভিযোগ, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম। শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক। ওকে সব সময় CISF ঘিরে থাকে, তারপরও কে মারবে’, কটাক্ষ তৃণমূল সাংসদের।</p>
</div>
</div>
<div id="67e265ec31b5ca1d083ebd32" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুমকি, পাশে তৃণমূলেরই বিধায়ক
