<p>ABP Ananda Live: প্রকৃত ভোটার হয়েও নাম নেই লিস্টে। উল্টোডাঙায় ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের প্রশ্নের মুখে তৃণমূল কাউন্সিলর। বিজেপির বিরুদ্ধে চক্রান্ত অভিযোগ। ‘একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়’ । ‘ভূতুড়ে’ ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের । ‘একই এপিক নম্বর হলেও বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতেই পারে’ । ‘ভূতুড়ে’ ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের।</p>
<p> </p>
<p><strong>নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স </strong></p>
<p>নদিয়ার হরিণঘাটায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স। উল্টোদিকের লেনে ঢুকে লরির ধাক্কায় মৃত্যু হল ২ মহিলা-সহ ৩ জনের। রোগী, অ্যাম্বুল্যান্স চালক, লরি চালক-সহচারজন আহত হন। গতকাল রাত ১২টা নাগাদ হরিণঘাটার জাগুলিয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে রোগী নিয়ে কলকাতার SSKM হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। জাতীয় সড়কের কলকাতাগামী<br />লেনে যানজটের কারণে উল্টোদিকের লেন ধরেছিলেন অ্যাম্বুল্যান্স চালক। রানাঘাটের দিকে যাওয়া লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সের ৩ সওয়ারির। আহতরা কল্যাণীর JNM হাসপাতালে ভর্তি রয়েছেন। </p>
Source link
ভোটারদের প্রশ্নের মুখে তৃণমূল কাউন্সিলর। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ
