NOW READING:
‘দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন?’ দলের একাংশকে নিশানা দেবাংশুর
March 31, 2025

‘দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন?’ দলের একাংশকে নিশানা দেবাংশুর

‘দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন?’ দলের একাংশকে নিশানা দেবাংশুর
Listen to this article



<p>ABP Ananda Live: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? যুদ্ধের সময় চুুপ থাকবেন? লড়াইয়ের সময় পড়ে ঘুমোবেন? মঞ্চে উঠে সম্বর্ধনা নেন, পদের দাবিতে গলা ফাটান, আর এই সময় মৌনব্রত? সব কি দল বলে দেবে? নিজে থেকে একটা প্রতিবাদ মিছিলও বের করতে পারেন না? দলনেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ।</p>
<p><strong>রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী</strong></p>
<p>&nbsp;</p>
<div id="67ea0ce395710965e774fbc2" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>কলকাতাতেও পালিত হচ্ছে খুশির ইদ। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বেলগাছিয়ায় জাতীয় পতাকা নিয়ে ইদ পালন করা হচ্ছে। উপস্থিত রয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও তৃণমূল বিধায়ক অতীন ঘোষ, ১ নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা ও তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী।&nbsp;</p>
</div>
</div>
<div id="67ea0c8360edeb328073cc22" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time">&nbsp;</div>
</div>
</div>



Source link