NOW READING:
তিনিই দলের শেষকথা,ফের বুঝিয়ে দিলেন মমতা।সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পর কড়া বার্তা মমতার
December 3, 2024

তিনিই দলের শেষকথা,ফের বুঝিয়ে দিলেন মমতা।সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পর কড়া বার্তা মমতার

তিনিই দলের শেষকথা,ফের বুঝিয়ে দিলেন মমতা।সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পর কড়া বার্তা মমতার
Listen to this article



<p>ABP Ananda Live: তিনিই দলের শেষকথা, ফের বুঝিয়ে দিলেন মমতা। সৌগত-হুমায়ুনদের অভিষেক-সওয়ালের পরেই কড়া বার্তা মমতার। ‘কে কী বলছেন জানার দরকার নেই, আমিই শেষ কথা। আমি চেয়ারপার্সন, দল পরিচালনায় আমিই শেষ কথা, বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিলেন তৃণমূলনেত্রী। ‘আমি দলের চেয়ারপার্সন, সুব্রত বক্সী রাজ্য সভাপতি, ছাব্বিশের ভোটের আগে দলের রাশ নিয়ে কড়া বার্তা মমতার। নাম না করে আইপ্যাক নিয়েও বিধায়কদের কড়া বার্তা তৃণমূলনেত্রীর। কোনও সমীক্ষক সংস্থা ফোন করে তথ্য চাইলে দেবেন না, প্রয়োজনে ফোন ধরবেন না, বিধায়কদের কড়া নির্দেশ মমতার। ‘আজ যে মন্ত্রী, কাল সে বিধায়ক, আজ যে বিধায়ক, কাল সে মন্ত্রী’, মন্ত্রী হলেই মাতব্বর নয়, বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা।&nbsp;</p>
<p>বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আতঙ্কের পরিবেশ। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা-কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পরই এই ঘটনা।</p>
<p>এই আবহে একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে।</p>



Source link