NOW READING:
‘চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে’, হুঁশিয়ারি নীলাদ্রিশেখর দানার
November 8, 2024

‘চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে’, হুঁশিয়ারি নীলাদ্রিশেখর দানার

‘চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে’, হুঁশিয়ারি নীলাদ্রিশেখর দানার
Listen to this article



<p>ABP Ananda Live: ‘একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে’।’চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে’।তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার। ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন, তার আগে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দলটা অশিক্ষিত লোকে ভর্তি, এটাই ওদের সংস্কৃতি, বিজেপিকে পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বর।</p>
<p>&nbsp;</p>
<p>৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি। দু’পক্ষে তরজা, উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন শাসক ও বিরোধী বিধায়করা রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন।</p>



Source link