<p>ABP Ananda Live: বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এই ঘটনার পিছনে ক্ষমতাশালী কারও হাত আছে। এর আগে আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে। কোন গোষ্ঠীর লোক এসব করছে বলতে পারব না।<br />আমারও ভয় আছে, আগেও বলেছি, কোনও লাভ হয়নি। তাই মুখ খুলতে ভয় পাচ্ছি। কারা মদত দিচ্ছে, আমি মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে কিছু বলতে পারব না। আমিও খুন হয়ে যেতে পারি, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলর। খোদ শাসকদলের কাউন্সিলর মুখ খুলতে ভয় পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। বাইকে চড়ে এসে হেলমেট পরা ৩ দুষ্কৃতী তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায়। পালানোর সময় দুষ্কৃতীদের গুলিতে জখম হন আরও একজন। ২-৩ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া বাইক দুষ্কৃতীদের কি না খতিয়ে দেখছে পুলিশ। আতঙ্কিত স্থানীয়রা। কী কারণে গুলি, খতিয়ে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ।</p>
Source link
বেলঘরিয়ায় গুলিবিদ্ধ INTTCU নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর

+ There are no comments
Add yours