NOW READING:
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তৃণমূলে কী ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ?
March 12, 2025

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তৃণমূলে কী ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ?

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তৃণমূলে কী ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ?
Listen to this article



<p>ABP Ananda Live: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তৃণমূলে কী ফিরতে চলছেন শোভন চট্টোপাধ্য়ায় ? জল্পনা জিয়ে রেখেই ‘পরিস্কার আকাশে’র ইঙ্গিতপূর্ণ বা শোভনের। ‘আকাশ পরিস্কার হলে তারা দেখা যাবে’। ‘আমি ভাল আছি, সবাই ভাল থাকুন’। মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের।</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে’, শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা</strong></p>
<p>&nbsp;তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় থানায় কংগ্রেস নেতা! চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আলি ইমরান রামজের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে থানায় কংগ্রেস নেতা। ‘কেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করবেন না মুখ্যমন্ত্রী ?’ ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।</p>
<p>আলি ইমরান বলেন, "মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন অবধি একটা এফআইআর করা হল না কেন ? উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। এখন অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না কেন ? এটা প্রমাণ করে, তৃণমূল ও বিজেপি এক হয়ে এই যে খেলা হবে স্লোগান চালাচ্ছে, এটাই খেলা। বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে। বিজেপিকে দিয়ে, শুভেন্দুকে দিয়ে মুসলমানের উপরে আঘাত করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের পক্ষে কথা বলবে। যাতে মুসলমানরা মমতা ভোটবাক্সে বন্ধ হয়ে থাকবে। আর হিন্দুদের বিজেপি ভোটবাক্সে বন্ধ করবে। আমি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমার তরফ থেকে এফআইআর চাকুলিয়া থানায় জমা দিয়েছি। আজই মেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর কপি এবং তার সঙ্গে ওঁর কাছে একটা অনুরোধ চিঠি পাঠাচ্ছি যাতে আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা করুন।"&nbsp;&nbsp;</p>



Source link