<p>ABP Ananda LIVE: বছর ঘুরলেই দুয়ারে বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে শনিবার, ভার্চুয়াল সাংগঠনিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে খারাপ ফল, সেই সব জায়গায় তৃণমূলের ব্লক ও জেলা সভাপতি বদল। ৫ দিনের মধ্যে নাম ঘোষণা। জোড়াসাঁকো ও চৌরঙ্গিতে বাড়তি গুরুত্ব। ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের। অভিষেকের কড়া বার্তা, খারাপ ফলের কারণ খুঁজতে বৈঠক কোচবিহারে। </p>
<p> </p>
<p><strong>ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায় </strong></p>
<p> </p>
<p> আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।</p>
Source link
অভিষেকের কড়া বার্তা, খারাপ ফলের কারণ খুঁজতে বৈঠক কোচবিহারে
