NOW READING:
ছাব্বিশের আগে তুঙ্গে পোস্টার রাজনীতি,অভিষেকের পাশাপাশি ‘সর্বাধিনায়িকা’ মমতা পোস্টারে ছয়লাপ
March 23, 2025

ছাব্বিশের আগে তুঙ্গে পোস্টার রাজনীতি,অভিষেকের পাশাপাশি ‘সর্বাধিনায়িকা’ মমতা পোস্টারে ছয়লাপ

ছাব্বিশের আগে তুঙ্গে পোস্টার রাজনীতি,অভিষেকের পাশাপাশি ‘সর্বাধিনায়িকা’ মমতা পোস্টারে ছয়লাপ
Listen to this article



<p>ABP Ananda Live: ছাব্বিশের আগে তুঙ্গে পোস্টার রাজনীতি। যাদবপুর, বাঘাযতীনের বিভিন্ন জায়গায় ‘অধিনায়ক’ অভিষেকের পাশাপাশি ‘সর্বাধিনায়িকা’ মমতা পোস্টারে ছয়লাপ। হলুদ রঙের নতুন হোর্ডিংয়ে লেখা, &lsquo;সর্বাধিনায়িকা জয় হে&rsquo;।</p>
<p>&nbsp;</p>
<p>দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে হোলির রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় টাকার পাহাড়ের হদিশ মেলে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের সময় বিচারপতি যশবন্ত এবং তাঁর পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে টাকার পাহাড়ের হদিশ পায় দমকল বাহিনীই। গত কয়েক দিন ধরে সেই নিয়ে উত্তাল পরিস্থিতি। বিচারপতি যশবন্ত তাঁকে বদনাম করার চেষ্টা চলছে বলে দাবি করলেও, তাঁর বাড়িতে মজুত টাকার পাহাড়ের ভিডিও সামনে আনল আদালত। (Burnt Cash at Judge’s House)</p>
<p>বিচারপতি যশবন্তের বাংলোর স্টোররুমে টাকার পাহাড় মজুত ছিল বলে জানা যাচ্ছে। আগুন থেকে রক্ষা পায়নি ওই স্টোররুমও। যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বান্ডিল বান্ডিল টাকা পড়ে রয়েছে মেঝেতে। আগুনে কিছু বান্ডিল পুড়ে গিয়েছে। অর্ধেক পুড়ে গিয়েছে কিছু আগুন নেভাতে দমকল বাহিনীর ছোড়া জলে ভিজে গিয়েছে কিছু বান্ডিল। ছাই, কালিমাখা অবস্থাতেও পড়ে রয়েছে টাকা।&nbsp;</p>



Source link