NOW READING:
২১ জুলাইয়ের সমাবেশ থেকে,ফের TMCনেতাদের জীবনযাত্রার মান সাধারণ রাখার বার্তা দিতে শোনা গেছে মমতাকে
July 23, 2024

২১ জুলাইয়ের সমাবেশ থেকে,ফের TMCনেতাদের জীবনযাত্রার মান সাধারণ রাখার বার্তা দিতে শোনা গেছে মমতাকে

২১ জুলাইয়ের সমাবেশ থেকে,ফের TMCনেতাদের জীবনযাত্রার মান সাধারণ রাখার বার্তা দিতে শোনা গেছে মমতাকে
Listen to this article



<p>ABP Ananda LIVE: একুশে জুলাইয়ের সমাবেশ থেকে, ফের তৃণমূল নেতাদের জীবনযাত্রার মান সাধারণ রাখার বার্তা দিতে শোনা গেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। তিনি বলেন, "বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভাল, সাইকেলে ঘোরা ভাল।" দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতার বিপুল সম্পত্তির কথা এজেন্সি সূত্রে সামনে এসেছে। এই প্রেক্ষাপটে তৃণমূলনেত্রীর বার্তা কি দলের নেতা-কর্মীদের কানে পৌঁছোবে?&nbsp;</p>
<p>শক্তিগড়ে ল্যাংচাকাণ্ডে দায়ের করা হল এফআইআর। শক্তিগড় থানায় এফআইআর দায়ের করা হল ফুড সেফটি অফিসারের তরফে। ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালিয়ে ছত্রাক ধরে যাওয়া প্রচুর ল্যাংচা উদ্ধার করা হয়। &nbsp;যদিও ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করেছে ব্যবসায়ীদের একাংশ। মাটিতে বিরাট গর্ত…তারই মধ্যে ঢালা হচ্ছে বস্তা বস্তা ল্যাংচা! মাটির নীচে ঢালার সময় আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ল্য়াংচা। পা দিয়ে সেগুলোই আবার গর্তের ভিতর ঠেলে দিচ্ছেন পুলিশকর্মী। বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে ল্যাংচা পোঁতার জন্য চলছে বিরাট কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের দু পাশে বড় বড় দোকান।&nbsp; শো কেসে থরে থরে সাজানো, নানারকমের, নানা সাইজের ল্যাংচা। সম্প্রতি শক্তিগড়ে ল্যাংচার দোকানগুলিতে যৌথ অভিযান চালায়…স্বাস্থ্যদফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর। দোকানের ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে। দেখা যায় দোকানের রান্নাঘরে মেঝেতে ছড়িয়ে রাখা হাজার হাজার ল্যাংচা!</p>



Source link