NOW READING:
দলে আরও গুরুত্ব প্রবীণ নেতাদের, শৃঙ্খলায় কড়া মমতা ; এক থেকে বেড়ে এবার তিনটি কমিটি
November 25, 2024

দলে আরও গুরুত্ব প্রবীণ নেতাদের, শৃঙ্খলায় কড়া মমতা ; এক থেকে বেড়ে এবার তিনটি কমিটি

দলে আরও গুরুত্ব প্রবীণ নেতাদের, শৃঙ্খলায় কড়া মমতা ; এক থেকে বেড়ে এবার তিনটি কমিটি
Listen to this article


আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : সংসদ, বিধানসভা ও দলের জন্য পৃথক শৃঙ্খলারক্ষা কমিটিতে রদবদল করল তৃণমূল কংগ্রেস। গুরুত্ব পেলেন প্রবীণরা। জাতীয় কর্মসমিতিতে থাকলেও শৃঙ্খলারক্ষার কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের ভরকেন্দ্রে কি দায়িত্ব ভাগাভাগি হবে, না কি এখন যা আছে, তাই থাকবে ? নম্বর ওয়ান, নম্বর টুয়ের মধ্যে ক্ষমতা বৃদ্ধি কিংবা ক্ষমতা হ্রাসের কোনও সম্ভাবনা কি রয়েছে…? এই জল্পনার মধ্যেই সবার নজর ছিল তৃণমূলের সোমবারের জাতীয় কর্মসমিতির বৈঠকের দিকে। বৈঠকের নির্যাস হিসাবে মূলত যা উঠে এল তা হল, দলের প্রত্যেকটি পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অনুগামী-আস্থাভাজন-প্রবীণ নেতাদের গুরুত্ব আরও বাড়ল। প্রতিটি ক্ষেত্রে মাথায় মূলত তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠরাই।তিনটি স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গঠনের কথা ঘোষণা করা হল। সংসদ, বিধানসভা এবং দলের জন্য়। এক্ষেত্রেও যাঁদের সদস্য করা হল তাঁরা প্রবীণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমাদের তিনটি ডিসসিপ্লিনারি কমিটি হয়েছে। সংসদে, বিধানসভায় ও দলে। সংসদের ডিসিপ্লিনারি কমিটিতে রয়েছেন- সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক। দলের ডিসিপ্লিনারি কমিটিতে- সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস ও চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা ডিসিপ্লিনারি কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।” তিনি আরও জানান, কর্মসমিতিতে নতুন সংযোজন হয়েছেন- বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভুঁইঞা, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জাভেদ খান। এই ৫ জন নতুন সংযোজন হয়েছেন।

এই প্রেক্ষাপটে বিভিন্নমহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের বিভিন্ন কমিটিতে প্রবীণদের গুরুত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি দলের রাশ পুরোপুরি নিজের হাতেই রাখার বার্তা দিলেন ? এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “পারিবারিক দল। পারিবারিক দলের যিনি সুপ্রিমো তিনিই ঠিক করবেন, যাকে নিয়ে দলে এত দ্বন্দ্ব বলে বাইরে প্রচারিত হচ্ছে, আসলে সেটা পারিবারিক নাটক কি না, সেটাই বা কে জানে !” 

অন্যদিকের, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আক্রমণ শানিয়ে বলেন, “নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, পারফরম্যান্সটা মূল। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, আনুগত্যটা মূল। পারফরম্যান্সটা নয়। আর পারফরম্যান্সে তো মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো। বাকিদের পারফরম্যান্সে আবার কে আছে ? মমতা বন্দ্যোপাধ্যায়ের পারফরম্যান্স ভিত্তি করতে হবে, আনুগত্যটা অনেক জরুরি।”

শনিবারই এরাজ্য়ের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল। তাদের হাতে থাকা পাঁচটি আসন ধরে রাখার পাশাপাশি, বিজেপির থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে তারা। পর্যবেক্ষকদের মতে, এরপরই তৃণমূলের প্রতিটি কমিটিতে যেভাবে মমতা-ঘনিষ্ঠদের বাড়তি গুরুত্ব দেওয়া হল, তা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। 

আরও দেখুন



Source link