NOW READING:
মঞ্চে অশালীন, মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ
January 23, 2025

মঞ্চে অশালীন, মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ

মঞ্চে অশালীন, মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ
Listen to this article



<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:</strong> অশোকনগর উৎসবে ভাইরাল নারায়ণ গোস্বামীর অমৃত বচন। দাপুটে বিধায়কের আচরণ সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে কড়া ভাষায় সতর্ক করল তৃণমূল। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। যদিও, ভাইরাল ভিডিওয় তাঁর এই আচরণ নিয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে কোনও উত্তর দিতে চাননি তৃণমূলের বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।&nbsp;</p>
<p>তৃণমূলের দাপুটে বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর সেই আচরণ। এই আবহেই তাঁকে কড়া ভাষায় সতর্ক করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন, তা দল কোনওভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না।”<u><br /></u><br />অশোকনগর উৎসবে নারায়ণ গোস্বামীর এই ভিডিও ভাইরাল হতেই তৃণমূল সূত্রে খবর, বিষয়টি শীর্ষ নেতৃত্বের কানে যায়। তার প্রেক্ষিতেই তাঁকে এই হুশিয়ারি। যদিও, বিজেপি তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই অবস্থানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ঘনিষ্ঠ বলে পরিচিত। সাম্প্রতিক অতীতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম করে হুঁশিয়ারি দিতেও শোনা গেছে তাঁকে। এরপর, গত ডিসেম্বরে তাঁকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কার্যত সতর্ক করে বলেছিলেন, তিনি যেন অন্য বিধানসভা এলাকার বিষয়ে কথা না বলেন। ভাইরাল ভিডিওয় তাঁর এই আচরণ নিয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করা হলে কোনও উত্তর দিতে চাননি নারায়ণ গোস্বামী।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Weather Update: দেখা নেই সূর্যের, সকাল থেকে ঘন কুয়াশা; ফের কবে পারদ পতন বঙ্গে?" href="https://bengali.abplive.com/district/west-bengal-weather-winter-forecast-fog-several-parts-of-state-south-bengal-and-north-bengal-1116746" target="_self">Weather Update: দেখা নেই সূর্যের, সকাল থেকে ঘন কুয়াশা; ফের কবে পারদ পতন বঙ্গে?</a></strong></p>



Source link