সোশ্যাল মিডিয়াতে পোস্টের জের, লালবাজারে রাতেই ফের তলব সুখেন্দুশেখর রায়কে

Estimated read time 1 min read
Listen to this article


কলকাতা: বিকেলের ডাকে সাড়া দেননি তাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (TMC MP Sukhendu Sekhar Roy) রাতেই ফের ডাকল লালবাজার (Lalbazar)। শনিবার রাতে নিজের এক্স হ্যান্ডেল থেকে আরজি কাণ্ড (RG Kar Hospital doctor death case) নিয়ে একটি পোস্ট করেছিলেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তুলেছিলেন সিবিআইয়ের কাছে। 

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘সময়ের ডাক, সেনাপতি পথ দেখাক’, আর জি কর নিয়ে চাপানউতোর, অভিষেককে নিয়ে দাবি জোরাল হচ্ছে তৃণমূলে

এরপরই তাঁকে তলব করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। রবিবার বিকেলে তাঁকে দেখা করতে বলা হয়। কিন্তু, বিকেলে লালবাজারে যাননি সুখেন্দুশেখর রায়। এর জেরে রাতেই ফের তাঁকে তলব করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: RG Kar News: বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলছি, আর জি কর কাণ্ডে এবার মুখ খুললেন মিঠুন

শনিবার রাতে সুখেন্দুশেখর রায় পোস্ট করেন, “সিপি আর প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করুখ সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে স্নিফার জগ ঘটনাস্থলে যাবে? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২ জনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান, কাদের প্রশ্রয়ে ‘রায়’ এত প্রভাবশালী?” 

এরপরই স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দিয়ে দিয়েছেন বলে দাবি করে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে তলব করে কলকাতা পুলিশ।

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর থেকেই দলের লাইনে থেকে কিছুটা বাইরে হাঁটতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে। মহিলাদের রাত দখলের ডাকেও সাড়া দিয়ে পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন,”আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্য়াচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্য়াচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি। যাই হোক সবাই আসুন।”

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar CBI Investigation: ‘শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?’ প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours