কলকাতা: সিবিআই হেফাজত (CBI custody) থেকে মুক্তি পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ছিলেন RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার সেই আবেদনে খারিজ করে করে দিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে রাখারই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এরপর টুইট করে সন্দীপ ঘোষক কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায় (TMC MP Sukhendu Sekhar Ray)।
নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি টুইট করেন, “জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের কোনও জায়গা নেই অভিযুক্তের।”
‘Accused has no locus to intervene in PIL’- SC dismisses petition of Ghosh now in CBI custody.
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) September 6, 2024
RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর দলের লাইনের বাইরে হাঁটতে দেখা গেছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে। আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবিও জানিয়েছিলেন টুইটের মাধ্যমে। প্রশ্ন তুলেছিলেন ঘটনার তিনদিন পর ঘটনাস্থলে পুলিশের স্নিফার ডগ নিয়ে যাওয়া বিষয় নিয়েও। সেই সঙ্গে ১৪ অগাস্ট রাতে নারীরা যখন রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন তাতে নিজে উপস্থিত থাকবেন বলেও জানিয়ে ছিলেন। এরপর লালবাজার তাঁকে দুবার তলব করে। তাতেও অবশ্য দমেননি তিনি। রাত দখলের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি এই বিষয়ে রাজ্য প্রশাসনের তুমুল সমালোচনাও করতে দেখা গেছিল সুখেন্দুশেখর রায়কে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছিলেন আরজি কর কাণ্ডের প্রতিবাদ করায় তাঁকে জেলে পোরার চেষ্টা চলছে। তার হাতে থেকে বাঁচার জন্য কলকাতা হাইকোর্টে একটি মামলাও করেন তিনি। আর চারদিন আগে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর কটাক্ষ করে বলেন মিডল স্টাম্প ছিটকে গেছে।
এরপর থেকে প্রতি মুহূর্তে আরজি কর কাণ্ডের প্রতিবাদীদের পাশে থেকে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি দিল্লিতে মোমবাতি হাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি তাঁর চোখে জল দেখা গেছিল নৃশংস এই ঘটনার জন্য। দিল্লিতে প্রতিবাদ জানানোর সময় তিনি জানিয়েছিলেন, “খোদ কলকাতার বুকে একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যে পাশবিক অত্যাচার ও নারকীয় ঘটনা ঘটল তা দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর। নারকীয় এই ঘটনার প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষ যখন রাস্তায় রাত জাগছেন তখন আমরা ঘরে বসে থাকব কী করে? যে কষ্ট পেয়ে মেয়েটি মারা গেছে, হয়তো এই বার্তা দিয়ে গিয়েছিল এরপরেও কি তোমরা চুপ করে থাকবে? আমরা চুপ করে থাকতে পারি না। কোনও মানুষ চুপ করে থাকতে পারে না।” এই কথা বলতে বলতে কেঁদেও ফেলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG Kar Case: ‘৬ অগাস্টের স্বাস্থ্য দফতরের অর্ডার কপির মধ্যে লুকিয়ে আরজি কর কাণ্ডের রহস্য,’ কী আছে কপিতে ?
আরও দেখুন