<p><strong>কলকাতা :</strong> কসবা-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই ‘পুলিশ’ মন্তব্য নিয়ে বাগযুদ্ধে জড়ালেন তৃণমূলের দুই বর্ষীয়ান মুখ মদন মিত্র ও সৌগত রায়। ‘দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের লেভেলে চলে গেছেন’, বলে সৌগতকে কটাক্ষ করেছিলেন মদন। শুধু তা-ই নয়, নিরাপত্তারক্ষীদের দিয়ে বাজার করানোর অভিযোগও তুলেছিলেন তাঁর বিরুদ্ধে। কামারহাটির তৃণমূল বিধায়কের সেই মন্তব্যের এদিন জবাব দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ।</p>
<p>মদন বলেছিলেন, "দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মের লেভেলে চলে গেছেন। তাঁকে তো আমাদের মেনে চলতেই হবে। সৌগতদা কি জানেন যে, সৌগতদা-র যে সিকিউরিটি…তাঁর কাজ সৌগতদা-কে সিকিউরিটি দেওয়া। তাঁকে দিয়ে কী কী কাজ করানো হয়। চুন, পান, বাজার, খাওয়া, রান্না…তাহলে সৌগতদা-কে সিকিউরিটি দেবেন কখন ? তেমনি কলকাতা পুলিশের কী হয়েছে ? কলকাতা পুলিশ ছাত্রদের দাবি, চাকরি চুরি, মেধা, ট্যালেন্ট, কে ঘর বানিয়েছে, তারপরে ট্যাব, কার বিয়ে ভেঙে গেছে…কে কোথায় কমিশন খেয়েছে…যেখানে যাচ্ছে সেখানে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কাজ করবে কখন ? রোজ রোজ মিছিল আসছে…কলকাতা পুলিশের সারা ব্যাটেলিয়ন মিছিলে দাঁড়িয়ে আছে। কলকাতা পুলিশ যদি সময় পেত…। একবারই সময় পেয়েছিল…একদিন, ২৪ ঘণ্টা। ২৪ ঘণ্টায় সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে। কলকাতা পুলিশ আজ যা বলে, ৭৬ দিন বাদে সিবিআই তাই বলে। কলকাতা পুলিশ ওভারলোডেড। আমার মনে হয় যে, ইন্টেলিজেন্সে আরও লোক বাড়ালে ভাল হয়।"</p>
<p>তার জবাব সৌগত বলেন, "দ্রোণাচার্য মানে কী ? মদন মিত্রর কোনো কথারই কোনো মানে নেই, মূল্যও নেই। দ্রোণাচার্য কথাটা তো খারাপ নয়। পাণ্ডবদের শিক্ষাগুরু ছিলেন। সুতরাং ভাল। নিরাপত্তারক্ষীরা এখানে আছেন, তাঁরা বাজার করেননি কোনওদিন। আমি তো নিরাপত্তা চাইনি। নিরাপত্তা যাতে সবার থাকে সেটা বলেছি।" <br /><br /></p>
Source link
‘মদন মিত্রর কোনো কথারই মানে নেই, মূল্যও নেই’, ‘দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম’ কটাক্ষের জবাব সৌগতর
Read Time:3 Minute, 1 Second