# Tags
#Blog

‘জীবনের সবথেকে আনন্দের দিন’, সঙ্গমে পুণ্যস্নান সেরে আপ্লুত তৃণমূল সাংসদ রচনা

‘জীবনের সবথেকে আনন্দের দিন’, সঙ্গমে পুণ্যস্নান সেরে আপ্লুত তৃণমূল সাংসদ রচনা
Listen to this article


প্রয়াগরাজ : মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান সারলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ত্রিবেণী সঙ্গমে স্নান সারতে পেরে আপ্লুত তিনি। ‘জীবনের সবথেকে আনন্দের দিন’ বলে উল্লেখ করলেন।

বসন্ত পঞ্চমীতে সঙ্গমে পুণ্যস্নান সারার পর রচনা বলেন, “জীবনের সবথেকে আনন্দের একটি দিন আমার জন্য। এরকম একটি পুণ্য তিথিতে পুণ্যস্নান করতে আসলাম, ঠাকুরের আশীর্বাদে। বিশ্বাস করুন, ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। কোটি কোটি মানুষ এখানে আসছেন। যাঁরা আসছেন, তাঁরা জানেন যে, এখানে ঠাকুরের ডাক ছাড়া আসা যায় না। আমায় ঠাকুর সেই ভরসা দিয়ে পাঠিয়েছেন। গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে আজ আমি ডুব মারলাম। বাবার জন্য তর্পণ করলাম। সবকিছু করলাম এবং অত্যন্ত খুশি মনে কলকাতায় ফেরত যাব আপনাদের সকলের কাছে। জীবনে সবথেকে বড় পাওয়া। হর হর মহাদেব। “

দিনকয়েক আগেই মহাকুম্ভে বিশাল জমায়েতের জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় শুরু হয় জাতীয় রাজনীতিতে। এই  রাজ্যের একাধিক মানুষের প্রাণহানিও হয়। অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে ফের দুর্ঘটনা ঘটেছে। বসন্ত পঞ্চমীর পুণ্যস্নানের দিন হট এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে গিয়েছেন ৬ জন পুণ্যার্থী। গতকাল প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনা ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি হট এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দৌর ও খারগোনের বাসিন্দা। এদিকে পর পর দুর্ঘটনার পর মহাকুম্ভের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকার দাবিতে এদিন সংসদে সরব হয়েছেন অখিলেশ যাদব।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর গঙ্গাসাগরের সঙ্গে উঠেছিল তুলনাও। এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, “মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় আমি গভীর মর্মাহত। যাতে কমপক্ষে ১৫ জনের (প্রাথমিক হিসাব, যা পরে বাড়ে) মৃত্যু হয়েছে। শোকাহত তীর্থযাত্রীদের পরিবারগুলির জন্য প্রার্থনা করি। গঙ্গাসাগর মেলা থেকে আমি যেটা শিখেছি, যখন বহু সংখ্যক পুণ্যার্থী জড়ো হন তখন, পরিকল্পনা এবং যত্নের প্রয়োজন হয়। মৃতদের জন্য প্রার্থনা করি।”

 

 

 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal