‘বাইরে থেকে গ্যাং হায়ার করা হচ্ছে, সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন অর্জুন সিংহ’, বিস্ফোরক অভিযোগ
কলকাতা : কসবাকাণ্ডে বিহার-যোগে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন পার্থ ভৌমিক। অর্জুন সিংহ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, অর্জুন সিংহ সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন।
কী বললেন পার্থ ?
পার্থ বলেন, “কাল নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে, সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে। সোমনাথ শ্যামকে যাতে খুন করা যায়। সোমনাথ শ্যামকে বলেছি, একটা ১৬৪ করে রাখতে। পুলিশ কমিশনারকেও কাল আমি জানিয়েছি। যদি সোমনাথ শ্যাম মারা যায় আমি প্রকাশ্য ভাষায় বলছি, এর পিছনে অর্জুন সিংহ দায়ী থাকবেন। অর্জুন সিংহ সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন। বাইরে থেকে কোনো গ্যাং ভাড়া করছে। অর্জুন সিংহ সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছেন বলে সেই আক্রোশে এটা করতে পারেন। আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে।”
অর্জুনের জবাব
অর্জুন বলেন, “যা লুঠপাট, যা আতঙ্ক করে রেখেছে…আমজনতাই …আমাদের লাগবে না। বিহার থেকে লোক আনতে হবে ওদের, আমাদের না। যা অত্যাচার করছে এরা, যেভাবে সাধারণ-গরিব ঘরের ছেলেগুলোকে খুন করাচ্ছে, মানুষ পিটিয়ে দেবে। লুঠ, তোলাবাজি, মহিলাদের ওপর অত্যাচার…প্রতিবাদ করতে গিয়ে তৃণমূলের লোক খুন হল ! পুলিশ কমিশনার কেন, যার কাছে যাওয়ার আছে যাক। কী যায় আসে।”
১৩ নভেম্বর, ভাটপাড়া থানার অদূরে, জনবহুল এলাকায়, এক চায়ের দোকানে ঢুকে রীতিমতো ফিল্মি কায়দায় খুন করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, খুনের পর, দুষ্কৃতীরা বলে ওঠে, ‘বদলা লে লিয়া’। প্রথম থেকেই সন্দেহ জোরাল হতে থাকে। ২০২০-র ১৮ নভেম্বর, পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল সমর্থক আকাশ প্রসাদকে। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা অশোক সাউয়ের। যিনি সেই সময়, ভাটপাড়ার ১২ নম্বর বুথের তৃণমূলের সভাপতি ছিলেন।
এদিকে ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে পরিবার। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন নিহত তৃণমূল নেতার ভাই। তাঁর দাবি, খুনের ঘটনায় সরাসরি জড়িত রাজ পাণ্ডে। যিনি ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পাণ্ডের ভাগ্নে। যাঁর বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতেই চায়নি।
এই প্রেক্ষাপটেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে, NIA তদন্তের দাবি তুলেছিল নিহতের পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন