হুগলি: গ্রীষ্ম পড়ার আগেই বঙ্গ রাজনীতিতে বরফ গলা শুরু। একসঙ্গে ‘একইফ্রেমে’ এলেন কল্যাণ-রাজীব। ছাব্বিশের ভোটের আগে দ্বন্দ্ব ভুলে তৃণমূলে হেভিওয়েট নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
একুশের ভোটের আগে তৎকালীন বনমন্ত্রীর চোখের জল কেউ ভোলেনি। ২১-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। পরে তৃণমূলে ফিরেও আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ততদিনে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তাই ফিরে এসেও শক্ত জমিটা পাননি। ঠাঁই হয়েছিল ত্রিপুরায়। আজ দেখতে দেখতে ২৫ সাল। এদিকে বছর ঘুরলেই বিধানসভা ভোট, শ্রীরামপুরে কল্যাণ-রাজীব-প্রবীর ঘোষাল বৈঠকে বদলাল সমীকরণ ?
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেড় ঘণ্টা বৈঠক । সৌজন্য সাক্ষাৎ, দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের। ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন রাজীব, দাবি কল্যাণের।’চোরেদের সমাহার তৃণমূল কংগ্রেস’, রাজীব প্রার্থী হলে মানুষ জবাব দেবে, পাল্টা বিজেপি।
আরও পড়ুন, চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল ! কাঠগড়ায় মানবাজারের TMC নেতা
আরও দেখুন
+ There are no comments
Add yours