কলকাতা: গতকাল হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দুকে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন, বলে অভিযোগ তোলেন তিনি। আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। এর পাশাপাশি আরও একটি বিস্ফোরক অভিযোগও তুলেছিলেন শুভেন্দু। ‘রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠী, এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য করছে।’! এবার ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই পাল্টা নিশানা এল শুভেন্দুর দিকে। তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুভেন্দু এক নম্বর ড্রামাবাজ লোক। ওকে কে মারবে ?! ৬০ খানা সিআইএসএফ ঘিরে থাকে। তারপরেও মারছে। ড্রামাবাজ লোক। নাটক করছে এখন। বাজার খুব খারাপ ওর। শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম’। প্রসঙ্গত, গতকাল হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন, বলে অভিযোগ আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মূলত ৫ দিনের উপরে ধরে জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। এরই মধ্যে ভেঙে পড়ল একটি বাড়ি। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়। এদিন হাওড়ার বেলগাছিয়ায় পৌঁছে যান বিরোধী দলনেতা। পুরমন্ত্রীর পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন করেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘ঘর না পেলে জানাবেন। ১০০ পরিবারকে ৫ হাজার টাকা দিলাম’,বলেন শুভেন্দু।
আরও পড়ুন, মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যের জের, সমালোচনার মুখে পড়েও অনড় দিলীপ, এবার যা বললেন.. !
আরও দেখুন