জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিশানায় এবার দলের ছাত্র ও যুব সংগঠন! ‘ওদের ঘুমিয়ে থাকতে দিন। নিজেরা কিছু করতে পারে না’। ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কল্য়াণ বলেন, আমি আরজি কর থেকে বলে আসছি, ‘আমাদের ছাত্র সংগঠন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। ওকে আর জাগাবেন না। ওরা ঘুমন্ত, ঘুমিয়েই থাক ওরা। ওরাও ঘুমন্ত, যুবও ঘুমন্ত। কী করে জাগাবেন এদের। এরা নিজে থেকে ওকে কিছু করতে পারে না। তাহলে ঘুমোচ্ছে. ঘুমোতে দিন ওদের। ভালো করে ঘুমোক। জাগাবেন না। ঘুমোচ্ছে, ঘুমোক। ভালো করে ঘুমোক’।
ঘটনাটি ঠিক কী? অক্সফোর্ডের অনুষ্ঠানেও বাংলায় ভোট পরবর্তী হিংসা, আরজি করের ঘটনা, এমনকী টাটা বিদায়ের প্রসঙ্গ। কেলগ কলেজে তখন ভাষণ দেওয়ার সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকেও। রীতিমতো বিক্ষোভ চলল। ঠান্ডা মাথাতেই অবশ্য পরিস্থিতি সামাল দেন মমতা। বলেন, আপনার দলকে আরও শক্তিশালী হতে বলুন। সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন। আমার সঙ্গে লড়াই করবেন না।’ বিক্ষোভকারীদের বার্তা, ‘আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না’। এই ঘটনায় তৃণমূলেরই ছাত্র ও যুব সংগঠনের ভূমিকা ক্ষোভ প্রকাশ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, ‘ছাত্র যুবদের জন্য অধিনায়ক আছে। কল্যাণবাবুর হাতে বোতল থাকুক আর নাই থাকুক, তিনি সংসদের বোতল ধরেন। তিনি সর্বাধিনায়িকা পক্ষেই আছেন। তিনি যদি ছাত্র-যুব-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আমার মনে হয়. নতুন করে অধিনায়কের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুললেন’।
আরও পড়ুন: TMCP Vs SFI: ‘বাড়াবাড়ি করলে মেরে ঘরে ঢুকিয়ে দেব’, অক্সফোর্ড কাণ্ডের আঁচ এবার দিনহাটায়!
আরও পড়ুন: Bengal Weather Update: রবিবারও তাপপ্রবাহ? গরম কি ক্রমশ বাড়তে থাকবে? বৃষ্টি কি আদৌ হবে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)