উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ভূতুড়ে ভোটার নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক। অনলাইন বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিরা। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বস্তরের প্রায় সাড়ে ৪ হাজার প্রতিনিধি। গত ৬ মার্চ তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠকে গরহাজির ছিলেন অভিষেক। কোর কমিটির বৈঠকে জেলা-ওয়াড়ি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে স্থগিত হয়ে যায়। তার মধ্যেই আজ ভূতুড়ে ভোটার নিয়ে অভিষেকের পৃথক ভার্চুয়াল বৈঠক। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভূতুড়ে ভোটার খুঁজতে সময় বেঁধে দেবেন অভিষেক ? ভোটার তালিকা নিয়ে কী রূপরেখা দেবেন অভিষেক ? পুজোর আগে পর্যন্ত নতুন কোনও কর্মসূচি ঘোষণা করবেন কি তিনি ?
এক বছর বাদে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করতে চলেছে অভিষেক। উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রায় সাড়ে ৪ হাজার প্রথম সারির নেতা। সমস্ত ধরনের জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলার গুরুত্বপূর্ণ নেতারা সবাই এই বৈঠকে উপস্থিত থাকবেন। ক্যামাক স্ট্রিটে কিছুক্ষণ আগেই পৌঁছে গেছেন অভিষেক। সাধারণত যে গেট দিয়ে তিনি অফিসে ঢোকেন, আজ ভেতরে ঢোকার জন্য অন্য একটা গেট ব্যবহার করেন। ৩টে ৫০ মিনিটের পর সকলের কাছে ভার্চুয়াল বৈঠকের মিটিং পাঠানোর কথা।
বিস্তারিত আসছে…
আরও দেখুন