<p><strong>কলকাতা :</strong> আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করছেন মদন মিত্র ? জোরাল হচ্ছে সেই জল্পনা। বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, ‘টার্গেট ভাইপোই মনে হচ্ছে।’ এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন সামলানো নিয়েও, মদন মিত্রর ইঙ্গিতপূর্ণ মন্তব্য় জল্পনা উস্কে দিয়েছিল।</p>
<p>আইপ্য়াককে তীব্র আক্রমণ। চিরদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাশে থাকার বার্তা। একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য়। ভোট কুশলী সংস্থা আই প্য়াককে আক্রমণের মধ্য়ে দিয়ে কি দলেরই বিশেষ কোনও হেভিওয়েট নেতাকে নিশানা করলেন মদন মিত্র ?</p>
<p>তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতার রাশ নিয়ে টানাপোড়েনের জল্পনার মধ্য়েই মদন মিত্রর একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য় রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি করছে। তিনি বলেছেন, "পার্টির লোকেরা বলছেন, বাইরের লোকেরা বলছেন, তুমি কি অভিষেকের ? তুমি কি মমতার ? অভিষেক অনেক বয়সে ছোট। দলের সাধারণ সম্পাদক হয়েছেন, মাঝে মাঝে ওঁর ট্যুইট দেখি। অসুস্থ ছিলেন, বিদেশেই ছিলেন অনেকদিন। রোডে নেবে কতখানি কি করতে পারবেন ! মাঝেমধ্যে ফোন করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি, এটা করতে হবে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়।"</p>
<p>এর আগে আর জি কর-কাণ্ডের আন্দোলন সামলানো নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর মুখে। তিনি বলেছিলেন, "অভিষেক বোধহয় অসুস্থ ছিলেন শুনেছি। অপারেশন করাতে গেছেন। অসুস্থ অবস্থায় তো এগুলো পারে না। তাছাড়া যে লেভেলে ব্যাপারটা ছিল, সেটা অভিষেক লেভেলের ব্যাপার ছিল না। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার ছিল।"</p>
<p>সম্প্রতি একের পর এক প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠক থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় স্পষ্ট করে দিয়েছেন, তিনিই শেষ কথা। আর এরই সঙ্গে প্রশ্ন তৈরি হয়েছে, এটা বুঝিয়ে তিনি কি বিশেষ কাউকে বার্তা দিতে চাইছেন ? আর এই গোটা পর্বে মদন মিত্রও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কোনও বিকল্প নেই বলে বারবার বিশেষ দিকে ইঙ্গিত করেছেন। মদন বলেছেন, "<a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের উপর ভগবানের এমন আশীর্বাদ, তিনি যতদিন সুস্থ থাকবেন ওই চেয়ারে বসে থাকবেন। কারও নাড়াবার ক্ষমতা নেই। তাড়াহুড়ো করে কোনও লাভ নেই। যদি কেউ তাড়াহুড়ো করেন, তাহলে ভুল করছেন।"</p>
<p>তখন এবিপি আনন্দের প্রতিনিধি তাঁকে প্রশ্ন করেন, "আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইঙ্গিত করছেন ?" উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, "আমি আমার কথা বলতে পারি, তাড়াহুড়ো করে মমতাকে সরানো যাবে না। আসলে মমতা ছাড়া তো কারও একাধিপত্য নেই। মমতা ছাড়া কারও তো কোনও অধিকার নেই।"</p>
<p>আর এনিয়ে চর্চার মধ্যে রাজ্য বিজেপির সভাপতির মন্তব্য, "মদন মিত্র তৃণমূল কংগ্রেসের অত্যন্ত পুরনো একজন সৈনিক। তিনি যখন এই ধরনের কথা বলছেন, তার মানে ওর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু সত্যতা আছে। টার্গেট ভাইপোই মনে হচ্ছে। কারণ, ভোটকুশলীর সংস্থা মানে ভাইপোর সংস্থা, আইপ্যাক।"</p>
<p>ফের সরব মদন মিত্র। এবার তাঁর নিশানায় আইপ্য়াক। কিন্তু, আসল টার্গেট কি অন্য় কেউ? </p>
Source link
আইপ্য়াককে আক্রমণ করে কি দলের কোনও হেভিওয়েট নেতাকে নিশানা মদনের ? যা দাবি সুকান্তের…

+ There are no comments
Add yours