‘সুজন দা ঘুরে বেড়ান কারণ বদলা হয়নি, ২০২৪-এ…’, নিশানা লাভলি মৈত্রর

Estimated read time 1 min read
Listen to this article


সোনারপুর : তৃণমূল বিধায়ক, অভিনেত্রী লাভলি মৈত্রর নিশানায় এবার সুজন চক্রবর্তী। ‘সুজন দা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি। ২০১১-য় বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কী ভাবে নামাতে হয় জানি।’ সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর হুমকি ভাইরাল। তাঁর মন্তব্যের জবাবও দিয়েছেন সিপিএম নেতা।

লাভলি বলেন, “সিপিএম…স্বয়ং সুজনদা ঘুরে বেড়ান তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪-এ এখান থেকে দাঁড়িয়ে বলছি, বদল তো ২০১১-য় হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে,  সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা খুব ভাল জানি। আমরা শান্তি আছি, কিন্তু আমরা দুর্বল নই। “

পাল্টা সুজন বলেন, “ব্যক্তিগতভাবে আক্রমণ করাটা বালখিল্যতা। এনিয়ে কোনও সন্দেহ নেই। আচ্ছা আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে…আরজি করের অপরাধীদের বিচার হবে তো ? নির্যাতিতা বিচার পাবেন তো ? মুখ্যমন্ত্রী রামকৃষ্ণের কথা ধার করে যখন ফোঁস করার কথা বললেন, সেটা ওঁর বদহজম। আর ওঁর বদহজমের কারণে, কোথায় উত্তরবঙ্গের মন্ত্রী, কোথায় বাঁকুড়ার সাংসদ, কোথাও কালনার এমএলএ, কোথাও ক্যানিংয়ের এমএলএ, কোথাও সোনারপুরের এমএলএ, কোথাও অশোকনগরের কাউন্সিলর…বদহজম। দেওয়ালের লেখা পড়ুক। সমঝে যাক। নাহলে মানুষ যেভাবে ফুঁসে উঠছে…যেন সতর্ক থাকে। “

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours