কলকাতা: বিধানসভায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মোবাইল ফোন খোয়া যাওয়া নিয়ে শোরগোল। বিধানসভার লবিতে রেজিস্টারে সই করার সময় ফোন সেখানে রেখেছিলেন। কিছু ক্ষণের জন্য উঠেছিলেন। কিন্তু ফিরে এসে আর ফোন পাননি বলে জানান হুমায়ুন। বিধানসভার মার্শাল এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে ফোন ফেরত পান যদিও। কিন্তু গোটা ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। (Humayun Kabir)
হেড অফিসের বড়বাবুর গোঁফ চুরি যাওয়া নিয়ে কবিতা লিখে গিয়েছেন সুকুমার রায়। গোঁফ চুরি না হলেও, শাসকদলের বিধায়কের ফোন ‘চুরি’কে ঘিরে মঙ্গলবার উত্তাল হল বিধানসভা। জানা গিয়েছে, বিধানসভার লবিতে রেজিস্টারে সই করেন হুমায়ুন। সেখানে নিজের আসনে বসেছিলেন তিনি। বেল বাজতে বিধানসভা কক্ষে ঢুকে যান তিনি। দামি কভারে মোড়া, মহার্ঘ আইফোনটি সেখানেই রেখে যান। (West Bengal Assembly)
মেরেকেটে পাঁচ মিনিটের মধ্যেই ফের ওই আসনে ফিরে আসেন হুমায়ুন। কিন্তু এসে দেখেন ফোনটি যথাস্থানে নেই। খোঁজাখুঁজি শুরু করেও দেখতে পাননি ফোনটি। বিধানসভার মার্শালকে বিষয়টি জানান হুমায়ুন। খবর যায় হেয়ার স্ট্রিট থানাতেও। থানার অফিসারের সঙ্গে নিজে কথা বলেন হুমায়ুন। এর প্রায় দেড় ঘণ্টা পর পার্কস্ট্রিট থেকে হুমায়ুনের ফোনটি উদ্ধার করা হয়। নেটওয়র্কের লোকেশন ধরে ফোনটি পুলিশ উদ্ধার করে।
কিন্তু কড়া নিরাপত্তায় মোড়া বিধানসভা থেকে পার্কস্ট্রিট এলাকার কিড স্ট্রিটে ফোনটি গেল কী করে? বিধানসভায় কারা ঢুকছেন? বিধায়কের ফোনে হাত দেওয়ার সাহস হল কার? বিধানসভা নিরাপত্তায় কি তাহলে কোনও ফাঁক থেকে যাচ্ছে? এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। যদিও নিরাপত্তায় ফাঁক রয়েছে বলে মানতে নারাজ হুমায়ুন। জানান, থানার আধিকারিকের সঙ্গে নিজে কথা বলেন। মার্শালকে জানান। অন্য একটি নম্বরও দিয়েছিলেন তাঁদের। পরে তাঁরাই ফোন উদ্ধার করে আনেন।
কিন্তু পুলিশ অতিসক্রিয় না হলে ফোন কি ফিরে পেতেন হুমায়ুন? বিধানসভা থেকে ফোন চুরি যাওয়া নিয়ে কি চিন্তিত নন তিনি? ফোনটি কার কাছ থেকে উদ্ধার হল, কাউকে পুলিশ আটক করেছে কি না, তাও জানা যায়নি এখনও পর্যন্ত। হুমায়ুন বলেন, “লোকেশন ধরে এমনিই পাওয়া গিয়েছে। কোথাও নিয়ে গিয়ে রেখে দিয়েছিল। হয়ত ইয়ার্কি করেই এটা করেছে কেউ। “
হুমায়ুনের ফোন চুরি যাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও। তাঁর কথায়, “বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার। নিশ্চয়ই ওঁর কাছে অভিযোগ পৌঁছএছে। উনি বিষয়টি দেখে নেবেন।” কিন্তু শাসকদলের বিধায়করা গুরুত্ব না দিলেও, বিধানসভা থেকে ফোন ‘চুরি’ যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এমবনিতে বেশ কিছু দিন ধরেই তৃণমূলে বেসুরো বাজছেন হুমায়ুন। এই ঘটনার জেরে ফের খবরের শিরোনামে উঠে এলেন তিনি।
আরও দেখুন
+ There are no comments
Add yours