<p>ABP Ananda Live: খড়গপুরে মহিলা বিক্ষোভকারীদের উদ্দেশে দিলীপ ঘোষের মন্তব্য়ের তীব্র সমালোচনা করছে তৃণমূল। কিন্তু, অবাক করা বিষয়, তৃণমূল শীর্ষ নেতৃত্ব সরব হলেও, দিলীপ ঘোষকে সমর্থন করেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূুন কবীর। আবার, তৃণমূল বিধায়কের উদ্দেশ্য়ে দিলীপ ঘোষের বার্তা, হুমায়ুন কবীরের সঙ্গে আমার বনধুত্ব তখনও ছিল, এখনও আছে। এদিকে, দিলীপ ঘোষের প্রতি হুমায়ুন কবীরের এই সমর্থন ভালভাবে নিচ্ছে না তৃণমূল নেতৃত্ব। যদিও, তা নিয়ে বিশেষ চিন্তাভাবনা নেই হুমায়ুন কবীরের। পাল্টা তৃণমূল নেতাদের একাংশের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। </p>
<p> </p>
<p>বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।’ বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।</p>
Source link
দিলীপ ঘোষের সমালোচনায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব সরব হলেও তাঁকে সমর্থন করেন হুমায়ুন কবীর
