<p>West Bengal News: ‘রক্ত থাকতে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তৃণমূল হাত মেলাবে না’, ‘আমরা ভয় পাই না, লড়তে জানি’, ‘বিজেপির সংখ্যাগরিষ্ঠ নেই, টাকা দিয়ে সরকার তৈরি করেছে’, ‘দল কিনে নিয়েছে, অথচ মন্ত্রিত্বও দেয়নি’, ‘সাম্প্রদায়িকতা, দুর্নীতির কাছে মাথানত করব না’, ‘কেউ যেন আপনাদের লোভী বানাতে না পারে’, ‘দুর্নীতির সঙ্গে আপোস নয়’, ‘ভোটে জিতে মানুষকে পরিষেবা না দিলে কোনও সম্পর্ক নেই’, মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়য়ের। ‘আশা রাখব আগামীদিনে উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। মালদার আম-আমসত্ত্ব ২০২৬-এ আমরা পাবই’, বললেন মুখ্যমন্ত্রী। ‘আমরা যত জিতব, তত মানুষের কর্মী হতে পারব।’ ‘আমি চাই বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক ভাল হোক।’ ‘অখিলেশের মাধ্যমে যার সূচনা হল।’ ‘উত্তরপ্রদেশে যে খেলা অখিলেশ দেখিয়েছেন, তাতে বিজেপির ইস্তফা দেওয়া উচিত ছিল।’ ‘দিল্লিতে ভয় দেখিয়ে যে সরকার তৈরি হয়েছে, তার আয়ু বেশিদিন নেই’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।</p>
Source link
‘আমরা লড়াই করতে জানি’, একুশের সভা থেকে বললেন মমতা
