<p>ABP Ananda LIVE: কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, বৈঠকে হাজির কাজল । নিজের ডাকা বৈঠকেই যোগ দিলেন না অনুব্রত মণ্ডল । অনুব্রতর নির্দেশে বৈঠক ডাকেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী । বোলপুরের বৈঠকে গরহাজির, মহম্মদবাজারের বৈঠকে গেলেন কেষ্ট । বোলপুরের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না কেষ্ট । কোর কমিটির বৈঠক হওয়ার কথা বোলপুরের পার্টি অফিসে । বৈঠক শুরু হওয়ার আগেই বেরিয়ে যান মহম্মদবাজারে । মহম্মদবাজারে দেউচা-পাচামি নিয়ে বৈঠক করবেন বলে জানান তৃণমূলের জেলা সভাপতি।</p>
<p> </p>
<p><strong>আইপিএলের আবহে আজাদের আজব কীর্তি, এ কী করলেন তৃণমূল সাংসদ!</strong></p>
<p> </p>
<p>শুরু হতে চলেছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025)। আর এই আবহেই এক আজব কীর্তি করলেন তৃণমূল সাংসদ। চোখে কাপড় বেঁধে খেললেন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের ‘টি-টোয়েন্টি’। সাংসদ কীর্তি আজাদের কীর্তিতে (Kirti Azad) হতবাক সবাই।</p>
Source link
কোর কমিটির বৈঠকে গরহাজির কেষ্ট, হাজির কাজল
