পূর্ব মেদিনীপুর: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পরই বড় দায়িত্ব হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে। নারীকল্যাণ দফতরের আন্ডারটেকিং চেয়ারপার্সন করা হল তাঁকে। এদিন তিনি বহু বিতর্কিত বিষয়টিতেই করলেন আক্রমণ। যা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে কম প্রশ্ন ওঠেনি। বললেন, ‘শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি’ !
এদিন তাপসী মণ্ডল বললেন, ‘হলদিয়াকে আমি শুভেন্দু অধিকারীর থেকে বেশি চিনি। ভোটে কী হবে, তখনই দেখা যাবে। জেলা সভাপতি না করার জন্য দল ছেড়েছি, এটা মিথ্যে বলা হচ্ছে। বিধায়ক পদ থেকে পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শুভেন্দু অধিকারীর পরিবারের অনেকেই তো দলত্যাগ করার পরও পদত্যাগ করেননি’, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বললেন তাপসী মণ্ডল।
আরও পড়ুন, ‘মুখ্যমন্ত্রী থাকলে আমি যাব না’, তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে থাকছেন না শুভেন্দু
আরও দেখুন
+ There are no comments
Add yours