<p><strong>উত্তর ২৪ পরগনা:</strong> মঙ্গলবার পদত্যাগের ইচ্ছা, বুধবার সকালে অবস্থান বদল, বিকেলে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠালেন মলয় রায়। ইস্তফাপত্র পাঠানোর পরেই ফের ‘খেলা শুরু’ মন্তব্য !</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=eOyvCmwMe9k[/yt]</p>
<p>তিনি বলেন ‘কালকে বলেছিলাম খেলা শুরু হয়েছে, এখন অনেক খেলোয়াড় জার্সি পরতে পারছে না। সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে’, ইস্তফা দেওয়ার পর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতা পানিহাটির পুরসভার পদত্যাগী চেয়ারম্যানের।মূলত পানিহাটি পুরসভার মদতে প্রায় ৮৩ বিঘা জমিতে প্রোমোটার-রাজের অভিযোগ। পানিহাটিতে অমরাবতী মাঠ নিয়ে বিতর্ক, পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী<br />মলয় রায়কে ফোন করে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানান পুরমন্ত্রী। মঙ্গলবার সকালে পরে ফের ফোন করেন ফিরহাদ হাকিম, রাতে পুরমন্ত্রীর সঙ্গে দেখা করে ইস্তফার কথা জানান মলয়। কিন্তু ফের অবস্থান বদল করেন পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান। বুধবার ফের অবস্থান বদল করে মহকুমাশাসকের কাছে ইস্তফাপত্র পাঠান মলয় রায়।</p>
<p>আরও পড়ুন, <a title="তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল দল ! নেপথ্যে কী কারণ ?" href="https://bengali.abplive.com/district/tmc-mp-humayun-kabir-got-show-cause-notice-from-the-ruling-party-1124700" target="_self">তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করল দল ! নেপথ্যে কী কারণ ?</a></p>
Source link
ইস্তফা দেওয়ার পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য TMC নেতা মলয়ের, ‘খেলা শুরু..’ !

+ There are no comments
Add yours