NOW READING:
‘রাত দখলের’ আগে বার্তা কুণালের, ‘…মানুষকে সতর্ক রাখছি’
September 6, 2024

‘রাত দখলের’ আগে বার্তা কুণালের, ‘…মানুষকে সতর্ক রাখছি’

‘রাত দখলের’ আগে বার্তা কুণালের, ‘…মানুষকে সতর্ক রাখছি’
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। ফের রাত দখলের ডাক। এহেন পরিস্থিতিতে ‘সতর্ক’ বার্তা দিলেন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ।&nbsp;&nbsp;</p>
<p>&nbsp;এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন,’ নাগরিক সমাজ যদি কোনও আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনওরকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দেলন এতে আমরা সহমত। যে বা যাঁরা কোনও কর্মসূচি নেবেন, দয়া করে এই নূন্যতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা দচ্ছে <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে । দয়া করে এটা বিবেচনায় রাখবেন। কিন্তু কোনও কোনও রাজনৈতিক শক্তি অরাজনৈতিক &nbsp;মুখোশ পড়ে অরাজকতা তৈরির জন্য যে কর্মসূচি করতে চাইছে আমরা সেই জায়গা থেকে মানুষকে সতর্ক রাখছি’, মন্তব্য কুণালের।</p>
<p>অপরদিকে, ভোর দখলের ডাক অর্জুন পুরষ্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার। ৯ সেপ্টেম্বর ভোর ৪.১০ মিনিট থেকে সকাল ৬ পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। এদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কার ফেরাতে চেয়ে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ফেরাতে চেয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্দা।</p>
<p>আরও পড়ুন, <a title="নিম্নচাপের আশঙ্কায় সপ্তাহান্তে তেড়েফুঁড়ে বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?" href="https://bengali.abplive.com/district/west-bengal-weather-update-on-7-september-deep-depression-thunderstorm-yellow-alert-in-south-bengal-and-heavy-rain-forecast-in-north-bengal-tomorrow-1093770" target="_self">নিম্নচাপের আশঙ্কায় সপ্তাহান্তে তেড়েফুঁড়ে বৃষ্টি ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?</a></p>
<p>আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা। ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য। সম্প্রতি উত্তরপাড়ার অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন,আচ্ছা ধরুন যাঁরা বলছেন,’ এই আমাদের সহকর্মী এই চারিদিক থেকে, তাঁরা যাঁরা সরকারি পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তাঁরা ফেরত দেবেন? ‘ এরপরেই সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী। মঞ্চ ও পর্দার পরিচিত মুখ সুপ্রিয় দত্ত। ২০২১ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি তাঁকে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কারে সম্মানিত করে। সেই পুরস্কার ফেরাতে চেয়ে সোমবারই পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সচিবকে চিঠি দিয়েছেন তিনি।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1725705479762000&amp;usg=AOvVaw36NL3eT_MVqR0Y39APHDGF">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<p>&nbsp;</p>



Source link