বিজেন্দ্র সিংহ, নয়া দিল্লি: মেয়ের পর এবার তিহার থেকে মুক্তি পাবেন অনুব্রত মণ্ডল। অবশেষে জামিন পাচ্ছেন অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছেন, এরপর ইডির মামলাতেও জামিন পেলেন। এর আগে তাঁর মেয়ে সুকন্য়া মণ্ডল জামিন পেয়ে তিহাড় থেকে মুক্তি পেয়েছিলেন। ১০ সেপ্টেম্বর, জামিনে মুক্তি পান কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল।
এবার গরুপাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এখন জামিন পাওয়ার অর্থ, আর কোনও বাধা না থাকলে এই পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। এ দিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে ১০ লক্ষ টাকার ব্য়ক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি।
এক পুজোর আগে গ্রেফতার হয়েছিলেন, দুই বছর পর আরেক পুজোর মুখে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।
২০২২ সালের ১১ অগাস্ট, গরু পাচার মামলায় বীরভূমের নিচু পট্টির এই বাড়ি ঘিরে ফেলে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI, গরু পাচার মামলাতেই ওই বছরই অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছিল আরেক কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আসানসোল জেল থেকে তিহাড়ে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। তারপরই থেকে তিহাড় জেলই ছিল অনুব্রত মণ্ডলের ঠিকানা। সম্প্রতি জুলাই মাসে CBI-করা মামলায় জামিন পান তিনি। তবে ED-র মামলা চলায় তিহাড় জেলেই থাকতে হয় তাকে। শুক্রবার সেই মামলাতেই ১৮ মাস জেলবন্দি থাকার পর, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন কেষ্ট মণ্ডল। আর এই খবর পাওয়া মাত্রই বীরভূমে কার্যত উৎসবের আমেজ। উৎযাপন শুরু করেছেন তৃণমূলের কর্মী- সমর্থকরা। অবশেষে তিহাড় জেল ছেড়ে নিজের বাড়ি ফিরবেন অনুব্রত মণ্ডল। এর আগে গরু পাচার কাণ্ডে ED-করা মামলায় জামিন পেয়েছেন তার মেয়ে সুকন্য়া মণ্ডল।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘আমরা প্রথম থেকে বলে এসেছি, রাজনৈতিক প্রতিহিংসার জন্য অনুব্রত মণ্ডলকে ধরা হয়েছে। আদালতের কাছে জামিনের আবেদন গ্রাহ্য হয়েছে। এখন ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় যদি সিপিএম নেতা জামিন পেলে আবির মাখানো হয়, আশা করব অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম-বিজেপির একইরকম প্রতিক্রিয়া হবে।’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি
আরও দেখুন