কলকাতা: মুখ্যমন্ত্রীর বার্তার পরেই ভূতুড়ে ভোটার নিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকার স্ক্রুটিনি করবেন খোদ ফিরহাদ। স্ক্রুটিনি করে কে প্রকৃত ভোটার, তা চিহ্নিত করবেন তৃণমূলকর্মীরা। তারপর তা পাঠানো হবে কমিশনের কাছে, জানালেন মেয়র। নেতাজি ইন্ডোরে সভার পরেই কালীঘাটে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মেয়র।
এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘নেত্রী নির্দেশ দিয়েছেন যে, সিরিয়াসলি এটা নিয়ে, আমাদের অর্গানাইজেশনে যত, বুথ লেভেল ওয়র্কার আছে, তাঁদের এখনই, স্ক্রুটিনি শুরু করতে। স্ক্রুটিনিতে যে ভোটারের অস্তিত্ব নেই, যে ভোটার চলে গিয়েছে, যে ভোটার ভুয়ো, এগুলিকে চিহ্নিত করে বার করে, বিস্তারিত তালিকা করে, নির্বাচন কমিশনে জমা দিতে।’
আরও পড়ুন, এবার কুণালের নেতৃ্ত্বে চাকরিপ্রার্থীদের ‘হাইকোর্ট-চলো’ ! ‘বিকাশের অন্যায় মামলায় নিয়োগ আটকে..’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন