ABP Ananda Live: ‘যাদবপুরে এই ঘটনা নতুন নয়, বাবুল সুপ্রিয়র সঙ্গে একই ঘটনা ঘটানো হয়েছে’। ‘যাদবপুর প্রায় মুক্তাঞ্চলে পরিণত করার চেষ্টা’। ‘আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছিলাম, চেয়েছিলাম ডেপুটেশন জমা দিক, ওরা দিতে রাজি হল না’। ‘৩০-৪০ জনের একটা গ্যাং ছিল, ওদের চিনি না’।’এসএফআইয়ের ডেপুটেশন দিয়েছিল, ৪-৫টি অতিবাম কয়েকটি সংগঠন ছিল, তাঁরা বলছিল সবার সঙ্গে একসঙ্গে বসে ডেপুটেশন দিতে হবে, সেটা সম্ভব ছিল না’। ‘ওরা শারীরিকভাবে হেনস্থা করতে চাইছিল, টানা অধ্যাপকদের মারধর করেছে’। ‘ছাত্র হয়ে অধ্যাপকদের মারছে, এটা দুর্ভাগ্যের’। ‘আমার গাড়িতে একজন ছাত্র আহত হয়েছে, সেটা অবশ্যই দুঃখের’। ‘কিন্তু এতজন অধ্যাপকদের শারীরিকভাবে হেনস্থা, সেটা কোন রুচি বা সংস্কৃতি থেকে আসছে, আমি বিস্মিত’।
WBCUPA-SFI সংঘর্ষে গতকাল রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর। ঘটনায় আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হন আন্দোলনকারী ছাত্র । রাতে ফের আগুন জ্বলে ক্যাম্পাসে। বিজেপি শাসিত রাজ্য়ের বিশ্ববিদ্যালয় হলে এমন ঘটনা ওরা ঘটাতে পারত ? গতকাল ব্রাত্যর মুখে শোনা গিয়েছিল এই প্রশ্ন। চব্বিশ ঘণ্টা পেরোতেই যাদবপুরকাণ্ডে একই সুর মেয়র ফিরহাদ হাকিমেরও।
+ There are no comments
Add yours