<p>ABP Ananda Live: শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তখন বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় আজ কোর্টে হাজিরা দিলেন দিলীপ ঘোষ। তারপর বিধানসভায় গিয়ে, শুভেন্দু অধিকারীর পাশে বসে বৈঠক করলেন পরিষদীয় দলের সঙ্গে।</p>
<p> </p>
<p>অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন’মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।</p>
<p>মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি। </p>
Source link
শুভেন্দু তৃণমূলে থাকাকালীন মামলা, সেই মামলায় কোর্টে হাজিরা দিলেন দিলীপ ঘোষ
