# Tags
#Blog

মমতা না অভিষেক, কার ছবি বড় করে থাকবে ? বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার-বিতর্ক

মমতা না অভিষেক, কার ছবি বড় করে থাকবে ? বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার-বিতর্ক
Listen to this article


কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার নিয়ে তৈরি হল বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্যালেন্ডারে কার ছবি বড় করে থাকবে ? এই নিয়েই যত বিতর্ক। আর এরপরই সামনে এল নতুন ক্যালেন্ডার। যাতে দেখা গেল, বদলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির আকার। আগে যা ছিল, হল ঠিক তার উল্টো। 

অনেকেই বলেন, ক্য়ালেন্ডার না কি এখন ব্য়াকডেটেড বিষয় ! আগে নতুন বছরের শুরুতে ক্য়ালেন্ডারের জন্য় যা হইচই পড়ে যেত…এখন আর তা হয় না ! তবে এই ভুল কিন্তু ২০২৫ সালে এসে ভেঙে গেল ! ক্য়ালেন্ডার পেতে না হলেও…ক্য়ালেন্ডারের কার ছবি, বড় থাকবে, আর কার ছোট তা নিয়ে কার্যত হুলস্থূল বেধে গেল ! আর আলোচনার বিষয়বস্তুতে থাকা ছবি দু’টি যদি হয় মমতা বন্দ্য়োপাধ্য়ায় আর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের, তাহলে তা নিয়ে হইচই হবে বৈকি !

সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা রয়েছে, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো…বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো। আর নীচে লেখা, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত’। 

সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে এই নতুন ক্যালেন্ডার। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিই আছে….কিন্তু ছবিগুলোর সাইজ পাল্টে গেছে ! আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রথম ক্য়ালেন্ডারের মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চেয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি বড় ছিলে বলেই…কি তা পাল্টে তৃণমূল নেত্রীর ছবি বড় করা হল ? 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটিই যে সবথেকে বড় করে, আর সবথেকে ভালো করে দেওয়ার কথা, সেটা দলের যে স্তর থেকেই ক্যালেন্ডার হোক। নিশ্চিতভাবেই সেটাই স্বাভাবিক। তার সঙ্গে নিশ্চিতভাবেই আজকের প্রজন্মের সেনাপতি, নতুন প্রজন্ম থেকে উঠে আসা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি থাকবে এ তো সাধারণ ব্যাপার।” 

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “দেখুন আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভেদ আছে, কি বিভেদ নেই, না পুরোটাই একটা পরিকল্পিত নাটক, এনিয়ে সময় খরচ করার মতো অবস্থায় আমরাও নেই। পশ্চিমবঙ্গের মানুষও এনিয়ে কোনও উৎসাহ দেখাচ্ছে না। মানুষ তৃণমূলকে দেখেছে, চিনেছে এবং এখন ছাড়তে চলেছে।”

কবি প্রশ্ন করেছিলেন, তুমি কি কেবলই ছবি ? আর এখন সেই ছবি ঘিরেই কত কিছু ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal