<p>ABP Ananda Live: বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ প্রচারকে কটাক্ষ করে পাল্টা আক্রমণে নামল তৃণমূলের আইটি সেল। কলকাতা থেকে জেলা, এখন নতুন ফ্লেক্স, হোর্ডিংয়ে ছয়লাপ। বিজেপির কয়েনেজ ব্যবহার করেই গেরুয়া শিবিরকে কোণঠাসা করার কৌশল নিয়েছে তৃণমূল। তা নিয়ে দু’পক্ষের বাগযুদ্ধও এখন চরমে। এবার পাল্টা ছড়া লিখে ফ্লেক্স ঝোলাল তৃণমূল। প্রশ্ন তোলা হল, হিন্দু- হিন্দু ভাই ভাই, গ্য়াসে কেন ছাড় নাই!</p>
<p>অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন’মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।</p>
<p>মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি। </p>
Source link
BJP-র ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ প্রচারকে কটাক্ষ করে পাল্টা আক্রমণে নামল TMC-র আইটি সেল
