<p>ABP Ananda Live: ‘টাকা নিয়ে ঘুরছে বিজেপি, আটকে রেখে কেড়ে নেবেন’। লকেট, লক্ষ্মণ ঘোড়ুইয়ের নাম করে আক্রমণে অরূপ চক্রবর্তী । তালডাংরা উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট কেনার চেষ্টার অভিযোগ।</p>
<p>রেফার রোগে ফের হয়রানি। দুর্ঘটনায় গুরুতর আহত বাঁকুড়ার শিশুকে নিয়ে নাজেহাল পরিবার। গতকাল বিকেল ৫টা থেকে একের পর এক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে শিশুকে প্রথমে রেফার করা হয় এনআরএস হাসপাতালে। এনআরএস থেকে ওই শিশুকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল সন্ধে ৭টার সময় শিশুকে নিয়ে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে এসে পৌঁছয় শিশুর পরিবার। ট্রমা কেয়ার থেকে শিশুর পরিবারকে পাঠানো হয় এসএসকেএম-এর জরুরি বিভাগে। জরুরি বিভাগ থেকে ফের ওই পরিবারকে পাঠানো হয় ট্রমা কেয়ার সেন্টারে। গতরাতেই জানিয়ে দেওয়া হয়, ট্রমা কেয়ারে শিশুর চিকিৎসা হবে না, দাবি পরিবারের। সেখান থেকে বাধ্য হয়ে গুরুতর আহত শিশুকে নিয়ে যাওয়া হয় শিশুমঙ্গল হাসপাতালে। এখানে চিকিৎসার পরিকাঠামো নেই, জানিয়ে দেয় শিশুমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি পরিবারের।<br />শিশুমঙ্গল থেকে চিত্তরঞ্জন হাসপাতালে যায় শিশুর পরিবার। চিত্তরঞ্জন হাসপাতাল ফের এসএসকেএম হাসপাতালে রেফার করে শিশুকে। গভীর রাতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় শিশুকে। সকালের দিকে খবর জানাজানি হতে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি নেওয়া হয় শিশুকে।</p>
Source link
‘টাকা নিয়ে ঘুরছে বিজেপি, আটকে রেখে কেড়ে নেবেন’, আক্রমণ অরূপ চক্রবর্তীর
Read Time:2 Minute, 20 Second