NOW READING:
দুর্নীতির বিরুদ্ধে সরব, মদন মিত্রের পরে এবার মুখ খুললেন বাদুড়িয়ার বিধায়ক
February 9, 2025

দুর্নীতির বিরুদ্ধে সরব, মদন মিত্রের পরে এবার মুখ খুললেন বাদুড়িয়ার বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে সরব, মদন মিত্রের পরে এবার মুখ খুললেন বাদুড়িয়ার বিধায়ক
Listen to this article



<p><strong>সমীরণ পাল, বাদুড়িয়া:</strong> কামারহাটির বিধায়ক মদন মিত্রের পরে এবার দলের দুর্নীতি নিয়ে সরব হলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। বিধায়কের সঙ্গে একই সুরে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন বাদুড়িয়ার মেন ব্লক সভাপতি প্রতাব উদ্দিন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।</p>
<p>শুক্রবার বাদুড়িয়া চৌমাথায় বিধায়কের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম বলেন, "বাদুড়িয়াবাসির জন্য আমি বলে যাচ্ছি মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কর্মসূচি নিয়েছেন। সরকার টাকা দেবেন আপনারা পাবেন এর মাঝখানে কেউ পয়সা নেবে না। যদি কেউ পয়সা নেয় আমাকে জানাবেন। বলতে সাহস না পেলে চিঠির মাধ্যমে আমাকে জানাবেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে তাই কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। পাশাপাশি এই মঞ্চ থেকে বাদুড়িয়ায় তৃণমূল নেতা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ বুরহারুল মুকাদ্দিমের নাম না করে তার অনুগামী ও পুলিশ প্রশাসন কেউ হুঁশিয়ারি দেন কাজী আব্দুর রহিম। তিনি বলেন, " BLRO অফিস থেকে শুরু করে পুলিশ প্রশাসন বিডিও যদি কোন অফিসার আপনাদের সঙ্গে এতোটুকু অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোন নেতার চোখ রাঙালে তাঁর দিকে চোখ তাকিয়ে থাকবেন যতক্ষণ চোখ না নামবে। আপনাদের কাজে যদি অনিয়ম হয় যত বড় অফিসার বা যত বড় নেতা হোক না কেন. আমার কাছে প্রমাণ দেবেন তাঁকে রেয়াত করা হবে না সঙ্গে সঙ্গে&nbsp; ব্যবস্থা নেব।” বিধায়ক কাজী আব্দুর রহিমের পর মঞ্চে একই সুরে দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন বাদুড়িয়ার মেন ব্লক সভাপতি প্রতাব উদ্দিন। তিনি বলেন, "কোন নেতা প্রধান অঞ্চল সভাপতি আপনাদের কাছে কোনও রকম টাকা চাই সঙ্গে সঙ্গে তার গলার কলার ধরবেন যদি না পারেন প্রমাণ রেখে দেবেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।”&nbsp;</p>
<p>এবিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষ। তিনি বলেন, "গোটা বসিরহাট লোকসভার একাধিক বিধানসভাতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বাদুড়িয়তে বিধায়ক কাজী আব্দুর রহিম ও জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটনের সঙ্গে গোষ্ঠী কোন্দল চলছে দীর্ঘদিন। অর্থাৎ এখানে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। এক গোষ্ঠী খেতে পারছে আরেক গোষ্ঠী পাচ্ছে না তাই একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে। কেউ কারো বিরুদ্ধে পোস্টার মারছে কেউ কারও বিরুদ্ধে নোংরা ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এটা তৃণমূলের কালচার। শুধু বাদুড়িয়ায় নয় হাড়োয়া মিনাখা সন্দেশখালি জুড়ে একই দৃশ্য দেখা যাচ্ছে।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="RG Kar News: আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা" href="https://bengali.abplive.com/district/rg-kar-news-victim-parents-take-to-the-streets-to-demand-justice-for-their-daughter-s-death-1119567" target="_self">RG Kar News: আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামছেন সন্তানহারা মা-বাবা</a></strong></p>



Source link