কলকাতা: ছুটির দিনে শহরে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। সকাল থেকেই গাড়িঘোড়া ছিল ধর্মতলা মুখী। গাড়ি-বাস ভাড়া করে জেলা থেকে এসে উপস্থিত হন মানুষজন। ট্রেনে চেপেও ধর্মতলায় এসে ভিড় করেন বহু মানুষ। আর সেই ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়লেন এক তরুণী। একনজর দেখে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আলাদা করা গেল না তাঁকে। তাঁকে দেখে রাস্তায় থমকেও গেলেন অনেকে। (TMC 21 July Rally)
সমাবেশ শুরু হয়নি তখনও। ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁচ্ছেন মানুষজন। সেখান থেকে আবার ধর্মতলা রওনা। আর সেই ভিড়ের মধ্যেই সকলের নজর কাড়লেন মমতা-বেশী এক তরুণী। বিগত কয়েক দশকে মমতার ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে যা, সেই নীলপাড় সাদা শাড়িতে দেখা যায় ওই তরুণীকে। (Mamata Banerjee)
শুধু একই রকমের শাড়ি পরা নয়, মমতার কায়দাতেই শাড়ি পরেন ওই তরুণী। মমতার অনুকরণে পায়ে সাদা হাওয়াই চটি, চোখে কালো ফ্রেমের চশমা, বাঁ হাতে লাল তাগার উপর স্মার্ট ওয়াচও পরেছিলেন ওই তরুণী। এমনকি গলায় যে সরু চেন পরে থাকেন, তাঁর গলাতেও তেমনই একটি হার উঁকি দিচ্ছিল। ওই তরুণীর হাঁটাচলাও ছিল অবিকল মমতার মতোই। এর ফলে, শিয়ালদা উড়ালপুল ধরে ধর্মতলার দিকে যখন মিছিলে হাঁটছিলেন ওই তরুণী, তাঁকে দেখে থমকেও যান অনেকে।
আরও পড়ুন: Mamata Banerjee: বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব: মমতা
তবে একা ওই তরুণীই নন, কালীঘাটের ‘কালারম্যান’, তৃণমূলের একনিষ্ঠ সমর্থক অজিত কুন্ডু প্রতিবারের মতো এবারও নানা রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন। মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মুখোশ পরে, শাঁখ বাজিয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দেন বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কর্মী, সমর্থকরা। নেতৃত্বে ছিলেন তৃণমূল কাউন্সিলর আলো দত্ত ও তাঁর স্বামী তৃণমূলের ওয়ার্ড সভাপতি নির্মল দত্ত।
মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়, চালচিত্রের মতো বিশালাকার টুপিতে রয়েছেন তৃণমূল সাংসদরা, মুকুটের মতো টুপি পরে শিয়ালদা স্টেশনে নজর কাড়েন এক তৃণমূল সমর্থক। ধর্মতলা চত্বরে ঢেলে বিক্রি হতে দেখা যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ লেখা টুপি। কোথাও ঢাকের তালে নাচছিলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। গিটারের টুংটাং শব্দে মমতা-বন্দনায় মেতে থাকতেও দেখা যায় তৃণমূলের সমর্থকদের। সবমিলিয়ে এবারও জমজমাট ছিল তৃণমূলের ২১ জুলাই সমাবেশ।
আরও দেখুন