NOW READING:
Actor Prabir Mitra: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঋত্বিকের নায়ক, হাসপাতালে ‘তিতাস একটি নদীর নাম’-এর অভিনেতা
January 4, 2025

Actor Prabir Mitra: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঋত্বিকের নায়ক, হাসপাতালে ‘তিতাস একটি নদীর নাম’-এর অভিনেতা

Actor Prabir Mitra: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঋত্বিকের নায়ক, হাসপাতালে ‘তিতাস একটি নদীর নাম’-এর অভিনেতা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সংকটজনক ‘তিতাস একটি নদীর নাম’ এর অভিনেতা প্রবীর মিত্র। ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গত ২২ ডিসেম্বর ফুসফুসের সংক্রমণ, অক্সিজেন স্বল্পতা-সহ বেশ কিছু কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র। আপাতত তাঁকে এইচডিইউতে রাখা হয়েছে।

আরও পড়ুন-ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল নার্স মেয়ে, হস্টেলে খোঁজে গিয়ে বাবা পেলেন পচাগলা দেহ

প্রবীর মিত্রের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন মিথুন। তিনি বলেন, একেবারেই ভালো নেই বাবা। ফুসফুসের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেই সঙ্গে প্লাটলেটও কমে গিয়েছে। চিকিত্সায় তেমন কোনো উন্নতি হচ্ছে না।

অভিনয় জীবনের শুরুতে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন জনপ্রিয়তা।
ভারত ও বাংলাদেশে তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে তিতাস একটি নদীর না, জীবন তৃষ্ণা, সেয়ানা,  জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলংকার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গাঁয়ের ছেলে, পুত্রবধূসহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। বর্তমানে পুরানো ঢাকার স্থায়ী বাসিন্দা। প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে পোগজ স্কুলের গণ্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ থেকে স্নাতক হন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র ২০০০ সালে মারা গিয়েছেন। তার এক মেয়ে ও তিন ছেলে। ছোট ছেলে ২০১২ সালে ৭ মে মারা গিয়েছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link