মেলবোর্ন: কিছুদিন আগেই রিকি পন্টিংয়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলে বিরাট ও রোহিত শর্মার পাশে দাঁড়িয়েছিলেন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে তাঁর সাংবাদিক বৈঠকের মন্তব্য নিয়ে অনেকেই অনেক কথা বলেছিলেন। এবার গম্ভীরকে খোঁচা দিলেন প্রাক্তন অজি অধিনায়ক টিম পেন। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফির প্রথম ম্য়াচ পারথে। তার আগে পেন বলছেন, গম্ভীরের এমন মন্তব্য ভারতীয় দলকেই নাকি আসন্ন সিরিজে বিপদে ফেলবে। এমনকী প্রাক্তন উইকেট কিপার ব্যাটার মনে করেন ভারতীয় ক্রিকেট দলে গম্ভীর বেমানান, অস্ট্রেলিয়া সিরিজের চাপ তিনি নিতে পারছেন না।
এক সাক্ষাৎকারে পেন বলেন, ”আমার মনে হয় ওঁকে একটা সাধারণ প্রশ্ন করা হয়েছিল। আমার মনে হয় যে গম্ভীর এখনও ভাবছে যে পন্টিং হয়ত ওঁর বিরুদ্ধে খেলছে। কিন্তু ওঁকে এটা বুঝতে হবে যে রিকি পয়সা পান, এখন ওঁ একজন ধারাভাষ্যকার। তাই যে কোনও ক্রিকেটারের ফর্ম নিয়ে আলোচনা উনি করবেনই। বিরাট ফর্মে নেই, রোহিত ফর্মে নেই ঠিক। কিন্তু আমার মনে হয় ভারতের সবচেয়ে বড় চিন্তার কারণ হতে পারে গম্ভীরের বাড়তি উত্তেজনা ও চাপ। ওঁকে নিজেকে শান্ত রাখতে হবে।”
শাস্ত্রী জামানার প্রসঙ্গে টেনে পেন আরও বলেন, ”রবি শাস্ত্রী দুর্দান্ত কোচ হিসেবে কাজ করেছে অস্ট্রেলিয়ায়। দুটো বর্ডার গাওস্কর ট্রফি জিতেছে ভারত ওঁর কোচিংয়ে। দারুণ একটা পরিবেশ দলের মধ্যে গড়ে তুলেছিল শাস্ত্রী। প্লেয়াররা প্যাশনেট ছিল। দলের জন্য, দেশের জন্য কিছু করতে মরিয়া ছিল। কিন্তু আমার মনে হয় গম্ভীর একেবারেই এই দলে ফিট নন। একটা দলের কোচ হয়ে এই ধরণের আচরণ একেবারেই কাম্য নয়।”
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে গম্ভীরকে দায়িত্বে রাখা নিয়ে আগামীদিনে BCCI কঠিন অবস্থান নিতে পারে বলে চর্চা শুরু হয়েছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কর ট্রফিই হতে চলেছে গম্ভীরের ‘টেস্ট।’ তার ফলাফলের ভিত্তিতেই টেস্টে আর গম্ভীর ভারতীয় কোচ থাকবেন কি না তার ভবিষ্যৎ নির্ভর করছে। এমন কথা উঠে আসছে রিপোর্টে।
রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ভারত ভাল ফল করতে না পারলে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর। সাদা বলের কোচ হিসাবে গম্ভীর দায়িত্ব পালন করে যেতে পারেন, কিন্তু, আর একটা সিরিজে খারাপ ফল হলে লাল বলের দায়িত্ব হারাতে পারেন গম্ভীর।
আরও দেখুন