NOW READING:
DC vs MI: কুলদীপ, বিপরাজের স্পিন ভেল্কি সামলে নমন-তিলকের দুরন্ত পার্টনারশিপে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স
April 13, 2025

DC vs MI: কুলদীপ, বিপরাজের স্পিন ভেল্কি সামলে নমন-তিলকের দুরন্ত পার্টনারশিপে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স

DC vs MI: কুলদীপ, বিপরাজের স্পিন ভেল্কি সামলে নমন-তিলকের দুরন্ত পার্টনারশিপে ২০৫ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স
Listen to this article


নয়াদিল্লি: বিপরাজ নিগম ও কুলদীপ যাদবের স্পিনভেল্কিতে একসময় মনে হচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স হয়তো খুব বড় রান করতে পারবে না। তবে শেষের দিকে তিলক বর্মা ও নমন ধীরের দুরন্ত আগ্রাসী ব্যাটিংয়ে ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৫ রানে নিজেদের ইনিংস শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। তিলক ৫৯ রানে আউট হলেও, নমন ১৭ বলে ৩৮ রানে অপরাজিত রইলেন।

আরও দেখুন



Source link