NOW READING:
বাঘে-মানুষে টানাটানি, মৈপীঠে তীব্র আতঙ্ক
February 10, 2025

বাঘে-মানুষে টানাটানি, মৈপীঠে তীব্র আতঙ্ক

বাঘে-মানুষে টানাটানি, মৈপীঠে তীব্র আতঙ্ক
Listen to this article


Maipith News: মৈপীঠে ফের বাঘের হামলা! বাঘের মুখে বনকর্মী । বাঘে-মানুষে দীর্ঘক্ষণ লড়াই চলে । গুরুতর জখম হন বন দফতরের ওই কর্মী । সকালে বন দফতরের তল্লাশির সময়, জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের ওপর লাফিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

 

বাঁকুড়ায় হাতির হানা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা

 

আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক । সকাল ১১টা থেকে দুপুর ২ পর্যন্ত চলবে পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ । ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি । পরীক্ষা দিতে যাওয়ার সময় আর ফেরার সময় স্পেশাল বাসের আয়োজন। জঙ্গলপথে যাতে পরীক্ষার্থীরা হাতির মুখে না পড়েন, সেজন্য বাঁকুড়ায় অভিনব ব্যবস্থা পরীক্ষার্থীদের হুলা পার্টির সাহায্যে কড়া নিরাপত্তায় পৌঁছনো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। বাঁকুড়া জেলার জঙ্গলে এই মুহূর্তে ৬২ টি হাতি রয়েছে। জেলায় বেশ কিছু পরীক্ষাকেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে, দক্ষিণ ২৪ পরগনার নামখানায় দুর্গম নদীপথে পরীক্ষাকেন্দ্রে পাড়ি। চিনাই নদী পেরিয়ে যাচ্ছে পরীক্ষার্থীরা। বিচ্ছিন্ন মৌসুনি দ্বীপ থেকে নৌকা করে মূল ভূখণ্ডে পরীক্ষা দিতে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। মৌসুনি কো-অপারেটিভ স্কুলের সিট পড়েছে , রাজনগর বিশম্ভর হাইস্কুলে। 



Source link