‘জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশেই বাঘ..’ !
ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির বাঁশপাহাড়ির মানিয়াডির জঙ্গলে বাঘের আতঙ্ক। জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশ দিয়ে চলে যায় বাঘ, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা।
অপরদিকে, এদিন মৈপীঠে ফের ফিরে এল বাঘের আতঙ্ক। পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক। কিশোরীমোহনপুরে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গল
চরম আতঙ্কে গ্রামবাসীরা, এলাকায় বন দফতরের কর্মীরা। কয়েকদিন আগে মাকড়ি নদী সাঁতরে মৈপীঠে ঢুকে পড়ে বাঘ। ৮ জানুয়ারি আজমলমারির জঙ্গলে ফিরে যায় বাঘ। ৪ দিনের মধ্যেই ফের মৈপীঠে বাঘের আতঙ্ক।
আরও পড়ুন, বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় কালী মন্দিরে চুরি ! ‘১৫০ বছরে এ ধরনের ঘটনা এই প্রথম..’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন