NOW READING:
Thunderstorm Tragedy: বজ্রপাতে মৃত্যুমিছিল! নিহত ৮০-র বেশি, ৪ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা সরকারের…
April 11, 2025

Thunderstorm Tragedy: বজ্রপাতে মৃত্যুমিছিল! নিহত ৮০-র বেশি, ৪ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা সরকারের…

Thunderstorm Tragedy: বজ্রপাতে মৃত্যুমিছিল! নিহত ৮০-র বেশি, ৪ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা সরকারের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে বিপর্যয় ডেকে আনে আবহাওয়া । ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের কারণে ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিহারের অনেক জায়গায় গাছ ও দেয়াল ভেঙে পড়েছে। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝাড়খণ্ডেও শিলাবৃষ্টি ও বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজও উভয় রাজ্যের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন- Bengal Weather Update: নিম্নচাপের জের! ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ ৫ জেলা…

বিহারে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে বজ্রপাতে। নালন্দায় একটি মন্দিরের উপর গাছ ভেঙে পড়ে ছয়জন প্রাণ হারিয়েছেন। ভোজপুর, সিওয়ান এবং গয়ায় চারজন করে মারা গেছেন। গোপালগঞ্জে তিনজন, মুজাফফরপুর ও সরণে দুজন করে মারা গেছেন। আরওয়াল, জেহানাবাদ, পাটনা, বেগুসরাই, দরভাঙ্গা, সহরসা, জামুই, কাটিহার, মুঙ্গের, মাধেপুরা, আরারিয়া এবং ভাগলপুরে একজন করে একজনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডেও আবহাওয়া খারাপ ছিল। এখানকার সাতটি জেলায় শিলাবৃষ্টি হয়েছে। বজ্রপাতে পাঁচজন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন। একই 

বিহারের ১৩টি জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগ আজও বিহার এবং ঝাড়খণ্ডে সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘন্টায় বিহারের ১৩টি জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের রাঁচি, খুন্তি, সেরাকেলা, পশ্চিম ও পূর্ব সিংভূম, রামগড়, বোকারো, ধানবাদ, গিরিডিহ, দেওঘর, জামতারা, দুমকা, পাকুর, গোড্ডা এবং সাহেবগঞ্জে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এখানে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বাতাস বইবে বলে আশা করা হচ্ছে। শিলাবৃষ্টিও হতে পারে।

বৃহস্পতিবার উত্তরপ্রদেশেও ভয়ংকর আবহাওয়া ছিল। প্রবল বাতাস এবং মুষলধারে বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসলীলা দেখা দিয়েছে। বজ্রপাতের ফলে ২২ জন নিহত হয়েছে, এবং শত শত একর গমের ফসল নষ্ট হয়। ফসল ডুবে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই দুর্যোগ গ্রামীণ এলাকার জীবনে বিপর্যয় নেমে এসেছে।

আরও পড়ুন- Ajker Rashifal | Horoscope Today: কর্মক্ষেত্রে কেউ পাবেন প্রশংংসা, কারোর আবার আর্থিক দুর্যোগ! কেমন কাটবে উইকেন্ড?

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৪,০০,০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং ত্রাণ প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা ত্বরান্বিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তেজস্বী যাদব পোস্ট করেছেন যে তিনি সকল নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শক্তি প্রার্থনা করেছেন। তিনি বিহার সরকারের কাছে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং কৃষকদের তাদের নষ্ট গমের ফসলের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।

আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি এবং বজ্রপাতের সময় গাছের নিচে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। ধাতব জিনিস থেকে দূরে থাকুন। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করুন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link